রাজশাহী বিভাগ
বাংলাদেশের একটি বিভাগ
পটভূমি
নদ-নদী
শিক্ষা প্রতিষ্ঠান
জেলাসমূহ
৮টি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত; এগুলো হলোঃ
লক্ষণীয় ব্যক্তিগণ
শস্য
দর্শনীয় স্থানসমূহ
রাজশাহী বাংলাদেশের অন্যতম ভ্রমন অঞ্চল হিসাবে সুপরিচিত। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে।
অন্তর্ভূক্ত দর্শনীয় স্থানসমূহঃ
- সোমপুর বিহার, একটি বৃহত্তম বৌদ্ধ মন্দির।
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলার সুপ্রাচিন জাদুঘর।
- হার্ডিঞ্জ ব্রীজ,পাকশী।
- লালন শাহ সেতু,পাকশী।
- তাড়াশ ভবন, পাবনা।
- মহাস্থানগড়, প্রত্নতত্ত্ব নিদর্শন।
- পুঠিয়া রাজবাড়ি, পুরোন জমিদার বাড়ি।
- বাঘা মসজিদ, রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত।
- উত্তরা গণভবন, নাটরের দিঘাপাঠিয়ার বিখ্যাত রানীর আবাস্থল।
- কুসুম্বা মসজিদ, নওগাঁ।
- ছোট সোনা মসজিদ, চাঁপাই নবাবগঞ্জ।
- চলন বিল, বৃহত্তম বিল,যা নাটোর এবং পাবনা পর্যন্ত বিস্তৃত।
- পাহাড়পুর বৌদ্ধ বিহার, একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- গোবিন্দ ভিটা, শিবগঞ্জ, বগুড়া।
- মিনি কক্সবাজার, পাটুল, নাটোর ৷
